এমন কিছু কথা জীবনকেই বদলে দেয়। Such things change life.

আপনার সপ্ন

আপনি কি স্বপ্ন দেখতে ভালবাসেন, এই দুনিয়াতে মানুষ এমন হয় বাস্তব অবাস্তব স্বপ্ন নিয়ে তারা বেঁচে থাকে, আপনার তো একটি স্বপ্ন আছে, (ধরুন) আপনি এমন কিছু হতে চান সবার থেকে আলাদা, (যেমন), আপনি অনেক টাকা ইনকাম করতে চান, পুরো পৃথিবী যেন আপনাকে চেনে এমন কিছু করতে চান, এ টু জেড আরও অনেক কিছু, সব থেকে বড় প্রশ্ন আপনার কি দক্ষতা আছে, আপনি কি করতে ভালোবাসেন, কি করলে সফলতার মুখ দেখবেন, আপনি নিজেই খুঁজে বের করুন কি ঘাটতি আছে আপনার ভিতরে, স্বপ্ন পূর্ণ করার জন্য আপনার কাছে কি করা দরকার, যা কিছু করা দরকার ভেবে চিন্তে করুন নিজের লক্ষ্যে পৌঁছার জন্য, নিজেকে পরিবর্তন করুন, নিজের সফলতা অর্জন করার জন্য, যতটুক পরিমাণ কষ্ট ও পরিশ্রম করা দরকার করুন, একটাই স্বপ্ন পূর্ণ করাটাই আপনার দায়িত্ব, (গরিব হয়ে জন্মালে সৌভাগ্য) আর গরিব হয়ে মারা গেলে দুর্ভাগ্য, চেষ্টা করুন সফলতা ঘরের দুয়ারে এসে টকটক করবে, চেষ্টাটি আপনার, স্বপ্নটিও আপনার, বাস্তব করবো কথাটি মাথায় রেখে চেষ্টা চালিয়ে যান একদিন না একদিন সফল হবেন ইনশাল্লাহ।
এমন কিছু কথা জীবনকেই বদলে দেয়। Such things change life.


ভালো কিছু চিন্তা 

আপনার কি চিন্তা সেটি আমি জানিনা কথা একটাই ভালো চিন্তা ভালো ফল দেয় খারাপ চিন্তা খারাপ ফল দেয়। দুনিয়াতে মানুষ অশ্লীল চিন্তা ভাবনা করে দিনকাল কাটায় আসলে তাদের চিন্তাভাবনা কোন কাজে আসে না,
ফাউ চিন্তা ভাবনা করে মাথাটি নষ্ট করে ফেলে, এমন মানুষ আমাদের দুনিয়াতে অভাব নেই, 

(সাজেশন) এমন কিছু চিন্তা ভাবনা করুন, যেটি আপনার লাইফে এন্টি মারে, (যেমন) যে চিন্তা ভাবনা আপনার দিনগুলোকে ভালো রাখে সবার কাছে ভালো মানুষ তুলে ধরে, আপনার কাজের প্রতি দৃষ্টি শক্তি বাড়িয়ে দেয়, কাজের শক্তি বাড়িয়ে দেয় সামনে কিছু করার একটি ভবিষ্যৎ বাণী সাজিয়ে দেয় এমন চিন্তা ভাবনা করুন ভবিষ্যৎ ভালো থাকার জন্য, সামনের দিনগুলো যেন ভাল থাকে কিছু করতে পারেন ভবিষ্যৎ দেখার মত একটি চিন্তা ভাবনা সব সময় করার চেষ্টা করুন।


আপনি কি সফল হতে চান 

আপনি কি সফল হতে চান, যা পারবেন তার উপর চিন্তাভাবনা করে কাজ করুন মানুষকে বলবেন না সবার বাসায় লবণ আছে,
যা করবেন সেটা কি আপনাকে সফল হতে সাহায্য করবে ও চিন্তা চেতনার উপর ভিত্তি করে কাজ করে যান হাল ছাড়বেন না, যাদের চেষ্টা আছে সফল হতে, তারা কখনো হাল ছাড়ে না পিছপা হয় না সামনে এগিয়ে যায় সফল এমন একটা জিনিস সবার কাছে ধরা দেয় না ধরে আনতে হয় সেটি হচ্ছে আপনার কর্ম ভালো চিন্তা ভালো কাজ।


অতীতের গল্প

সত্যি বলতে আমরা গরিব, স্বপ্ন গরিবে দেখতে পারে সেটি বাস্তব সহজে হয় না, কেন জানেন,সে গরিব, গরিব ছিড়ে খাতায় থেকে কোটি টাকার স্বপ্ন দেখা দোষ না, গরিবেরা বোঝার পর থেকে জীবনের শেষ পর্যন্ত স্বপ্ন দেখেই যায় হাতে গোনা কয়েকজন মানুষ আছে স্বপ্ন পূর্ণ করতে পারে আর ৯০% মানুষ পারে না, এমন একটি পরিস্থিতি তাদের জীবনে আসে নুন আনতে পান্তা ফুরায় তার স্বপ্ন পূর্ণ করবে কে তার তো নুন আনতে পান্তা ফুরায়, একেই বলে গরীব, অনেক গরীব আছে এই দুনিয়াতে ভালোভাবে তিন বেলা ভাত খেতে পারে না ইনকাম নেই, কত গরীব আছে ফুটপাতে ঘুম যায় কারো চোখে পড়ে না, তাই বলি গরিবকে কেউ ঘৃণা করবেন না তারা সময়ে একদিন না একদিন আপনাদের কাজে আসবে।


জীবনের জন্য কিছু করুন

জীবনের জন্য কিছু করার চেষ্টা করুন, আপনার বাসায় আপনার দুইজন সন্তান আসে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা জমিয়ে রাখুন, সব সময় ভালো খাবার থেকে একটু চোখটি সরিয়ে নিন, সব সময় কিছু টাকা দুই সন্তানের জন্য জমিয়ে রাখার চেষ্টা করুন, দুনিয়াতে টাকা ছাড়া নিজের সন্তানও নিজের বাপকে চেনে না, দুনিয়া অনেক বড় স্বার্থপর, দুনিয়াতে ভালোবাসা নয় টাকাই সব, আপনার কাছে টাকা আছে আপনার দিনগুলো ভালই যাবে টাকা নেই দিনের পর দিন আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন, কিছু জমিয়ে রাখুন পাশ থেকে দশ বছর পর দেখবেন দুই এক টাকা জমানো টাকাগুলো লাখ টাকা হয়ে গেছে, ধৈর্য থাকতে হবে আপনার।



আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন, আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লাগে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কথাগুলো বলার কারণ একটি আমিও গরিব, আমাদেরও নুন আনতে পান্তা ফুর, আমাদের দিনগুলো কষ্ট যায় কাউকে বলতে পারিনা, কেন জানেন আমরা মধ্যবিত্ত এমনও সময় যায় আমাদের এক মুঠো খাওয়ার জন্য কান্না করি কেউ আসে না, আল্লাহর রহমতে বেঁচে আছি যতটুক রিজিক দিয়েছে সৃষ্টিকর্তা, আমরা ততটুকু সন্তুষ্টি ।


আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন । যারা ইসলামকে ভালোবাসেন ইসলাম সম্পর্কে জানতে ক্লিক করুন। ইসলাম সম্পর্কে
Theme images by Silberkorn. Powered by Blogger.
ad