বাংলাদেশ কি আসলেই উন্নত হচ্ছে নাকি নেতার ফাঁকা গলাবাজি শুনি।

বাংলাদেশ কি আসলেই উন্নত হচ্ছে নাকি আমরা প্রতিদিন শুধু কিছু নেতার ফাঁকা গলাবাজি শুনি?

একজন ভিক্ষুক, গলির মোড়ে ভিক্ষা করে। হাত পেতে রাখে। মানুষ টাকা পয়সা যা দেয়, হাত পেতে নেয়। কয়েকদিন এমন হাতে টাকা-পয়সা নিতে নিতে বুঝতে পারলো, একটা পাত্র হলে টাকা-পয়সা নেওয়া সুবিধা হয়। কোথা থেকে একটি পুরাতন প্লাস্টিকের বাটি যোগাড় করেছে। সেই বাটিতে ভিক্ষার টাকা-পয়সা নেয়। এভাবেই তার দিন চলছিলো।

ভিক্ষা করতে করতে, ধীরে ধীরে তার টাকা পয়সা বাড়তে লাগলো। ওই পুরাতন প্লাস্টিকের বাটি ফেলে দিয়ে, নতুন একটি মেলামাইনের বাটি কিনেছে। আরো কিছুদিন পরে, সিরামিকের বাটি কিনেছে। সেই সিরামিকের বাটিতে অনেকদিন ভিক্ষা করতে করতে, আরো কিছু টাকা জমেছে। একদিন সেই টাকা দিয়ে রুপার বাটি কিনেছে। ঘটনা এখানে শেষ নয়। অবশেষে সেই ভিক্ষুক সোনার (gold) বাটি কিনেছে। এখন সে সোনার বাটিতে ভিক্ষা করে।


ওই লোকটির কি উন্নতি হয়েছে?

প্রথমে কিছুই ছিলো না, এরপর প্লাস্টিকের বাটি, সিরামিকের বাটি, রুপার বাটি, এমনকি সোনার বাটি !! একবারে উন্নয়নের জোয়ার বইছে। আমাদের দেশেও ঠিক তেমন উন্নয়নের জোয়ার চলছে।

৩০ বছর আগে অফিসের যে চেহারা ছিল সেই চেহারা এখন আর নেই। পুরাতন ফার্নিচার বদল হয়ে নতুন ফার্নিচার এসেছে। টাইপ মেশিনের যায়গায় এসেছে কম্পিউটার। ফ্যানের বদলে এসেছে এয়ার কন্ডিশন। স্যার তো দুরের কথা, স্যারে পিওনের রয়েছে মোবাইল ফোন। এমনই অনেক পরিবর্তন হয়ে সেই অফিসটি উন্নত হয়েছে। কিন্তু ওই অফিসের ঘুষ, দুর্নীতি আর ফাইল আটকে রাখাটা বন্ধ হয়নি। 

ওই অফিস যদি স্বর্ন দিয়ে মুড়ে দেওয়া হয় তবুও ঘুষ দুর্নীতি চলতেই থাকবে। স্কুল কলেজে , বই পত্রে অনেক উন্নতি হয়েছে। কিন্তু নকল বন্ধ হয়নি। পুলিশের কাছে আধুনিক যন্ত্রপাতি এসেছে, সততা আসেনি। ভাঙ্গা রাস্তাতেও কেউ টাফিক আইন মানত না। ভালো রাস্তাতেও কেউ মানে না। আগে সাইকেল নিয়ে বখাটেরা স্কুলের মেয়েদের উত্যক্ত করত। এখন মোটরসাইকেল নিয়ে গিয়ে উত্যক্ত করে। আগে চিঠি দিত এখন এস এম এস দেয়। এভাবে প্রতিটি বিষয় আলাদাভাবে দেখুন। 

আমরা আমাদের আশেপাশের জিনিসপত্র উন্নত করেছি কিন্তু স্বভাবটা একই রকমের আছে। ঠিক যেমনটি ওই ভিক্ষুক - ভিক্ষার বাটির উন্নতি করলেও, ভিক্ষা ছাড়তে পারেনি।

প্লাস্টিকের বাটির বদলে সোনার বাটি হাতে নিয়ে ভিক্ষা করলে, সেটা কোন উন্নতি নয়। ওই ভিক্ষুক সোনার বাটি না কিনে, যদি কোন চায়ের দোকান শুরু করে ব্যাবসা করতো, তাহলে সেটা হতো উন্নতি। জিনিসপত্র ও সরঞ্জাম দামী হওয়াটা কোন উন্নতি নয়। প্রকৃত উন্নতি হলো - অবস্থা পরিবর্তন। প্রকৃত উন্নতি হলো - স্বভাব পরিবর্তন।


অফিসের বিল্ডিং ও ফার্নিচার পরিবর্তন, সেটা কোন উন্নতি নয়। যদি অফিসে দুর্নীতি ও ফাইল আটকানো বন্ধ হতো, সেটা হতো প্রকৃত উন্নতি। জিনিসপত্র পরিবর্তন কোন উন্নতি নয়। আসল উন্নতি হলো অবস্থা পরিবর্তন। আসল উন্নতি হলো স্বভাব পরিবর্তন।

https://qr.ae/pvqJJG


No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad