সময় টিভিকে হ্যাক করা হ্যাকারের আসল পরিচয় ফাঁস।

সময় টিভিকে হ্যাক করা হ্যাকারের আসল পরিচয় ফাঁস। কে এই রাশিয়ান হ্যাকার 

আপনারা হয়তো ইতোমধ্যে জেনেছেন যে, বাংলাদেশের জনপ্রিয় নিউজ চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলটি গত ১৬ই অক্টোবর দুপুর ১২ টার দিকে হ্যাক হয়। চ্যানেলের নিয়ন্ত্রণ নেবার পরে হ্যাকার এর নাম বদলে "ইথেরিয়াম টু পয়েন্ট জিরো" করে দেয় এবং হোম পেইজের সকল কনটেন্ট সরিয়ে ফেলে। 

সময় টিভিকে হ্যাক করা হ্যাকারের আসল পরিচয় ফাঁস।

উল্লেখ্য যে, সময় টিভির সাব্স্ক্রাইবার্স ১ কোটি ৭২ লক্ষ এবং এটি বাংলাদেশের সবথেকে বেশি সাবস্ক্রাইবড চ্যানেলের একটি। আপনাদের মনে হয়ত প্রশ্ন জগতে পারে, এমন একটি চ্যানেল কে হ্যাক করেছে? আর নাম চেঞ্জ করে "ইথেরিয়াম টু পয়েন্ট জিরো"ই বা দিল কেন? 

আপনারা জেনে আরো অবাক হবেন যে, সময় টিভির ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হ্যাকার ছিলেন ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হওয়া একজন স্টুডেন্ট। তার নাম ভিতালিক বুতেরিন। তিনি একজন রাশিয়ান হ্যাকার এবং ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের উদ্ভাবক। 

আজকে আমরা জানব রাশিয়ান হ্যাকার ভিতালিক বুতেরিনের জীবনী সম্পর্কে এবং সময় টিভি চ্যানেল হ্যাক করার পেছনে গোপন কারণ সম্পর্কে। 

তো চলুন শুরু করা যাক। 

হ্যাকারের জীবন কাহিনী

ভিতালিক বুতেরিন জন্মগ্রহণ করেন ১৯৯৪ সালে রাশিয়ার মস্কোর কোলোমনা শহরে। তার পিতার নাম দিমিত্রি বুতেরিন এবং মাতার নাম নাটালিয়া এমেলিন। ভিতালিক বুতেরিনের পিতা দিমিত্রি বুতেরিন পেশায় ছিলেন একজন কম্পিউটার বিজ্ঞানী। ফলে শৈশব থেকেই ভিতালিক বুতেরিন কম্পিউটারের প্রতি চরম আগ্রহী ছিলেন। ছোটবেলা থেকে তার পিতাই মূলত তাকে কম্পিউটারের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে শিক্ষা দেন।

ভিতালিক বুতেরিন

২০০০ সালে ৬ বছর বয়সে বুতেরিনের পরিবার রাশিয়া থেকে উন্নত জীবনযাপনের আশায় কানাডায় চলে আসেন। কানাডার স্কুলে মাত্র তৃতীয় গ্রেডে পড়াকালীন তিনি গণিত, কম্পিউটার প্রোগ্রামিং এবং অর্থনীতি বিষয়ে অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে বুতেরিন টরন্টোর বেসরকারী হাই স্কুল দ্য অ্যাবেলার্ডে পড়াশোনা শুরু করেন।

২০১১ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি তার পিতার কাছ থেকে সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সম্পর্কে জানতে পারেন। 

এই বিটকয়েনের আদি থেকে অন্ত জানার পরেই ভিতালিক বুতেরিন চেষ্টা করতে থাকেন নিজেও কিছু ক্রিয়েট করার। হাইস্কুল পাশের পরে তিনি ভর্তি হন ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে। পরবর্তীতে তিনি হ্যাকারদের প্রিয় ব্রাউজার "টর ব্রাউজার" এর পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ইয়ান গোল্ডবার্গের সাথে কিছুদিন গবেষণা সহকারী হিসেবে কাজ করেন।

২০১২ সালে ভিতালিক বুতেরিন আন্তর্জাতিক তথ্যবিজ্ঞানে অলিম্পিয়াডে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। কিন্ত কিছুতেই যেন তিনি তার কাঙ্খিত লক্ষ্যের দেখা পাচ্ছিলেন না। একসময় তার মনে হয়েছিল যে, তার দ্বারা হয়ত কিছুই উদ্ভাবন করা সম্ভব না।

🆕 News 


আজকের খবর । সব সময় নতুন কিছু নিয়ে কাজ করাটাই আমাদের দায়িত্ব।

No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad