চিত্রনায়িকা পরীমনি হত্যাচেষ্টার |

 চিত্রনায়িকা পরীমনি হত্যাচেষ্টার |

পরীমনি তার ফেসবুক পেজে লিখেছেন,

বরাবর,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আমি পরীমনি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র।আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে।আমি এর বিচার চাই |

রোববার রাতে এক ফেইসবুক পোস্টে তিনি এই অভিযোগ তোলার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়।শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টাকারীদের পরিচয় প্রকাশ করেছেন নায়িকা পরীমনি। রোববার রাত ১১টায়  স্টারের কাছে তিনি দুজনের নাম উল্লেখসহ ঘটনার কিছু বিবরণ দেন | সাংবাদিকদের | তবে, তাদের বিস্তারিত পরিচয় দেননি পরীমনি। এসময় বার বার কান্নায় ভেঙে পড়েন তিনি। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি | তারপর পরীমনি তাদের নাম প্রকাশ করে |


পরীমনি বলেন, ‘আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টাকারীদের একজন রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট নাসির ইউ. মাহমুদ এবং অন্যজন অমি নামের এক ব্যবসায়ী।’

ওদের দুজনের নামে এবং বাকি চারজনকে অজ্ঞাতনামা বলে উল্লেখ করা হয়।নাসির উদ্দিন মাহমুদ তার উত্তরার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সেসময় তিনজন নারীকে গ্রেফতার করা হয়।মশিউর রহমান বলেছেন, গ্রেফতারের সময় সেখান থেকে বিদেশি মদ ও ইয়াবা জব্দ করে পুলিশ। পরীমনির করা মামলা ছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ মাদকদ্রব্য আইনে আর একটি মামলা করেছে।


গতকাল সাভার থানায় ঢাকার একটি ক্লাবে তাকে ধর্ষণের চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেন পরীমনি। মামলায় পরীমনি ছয়জনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

মামলায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ সহ পাঁচজনকে মাদক আইনে গোয়েন্দা বিভাগের করা আরেকটি মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে দিয়েছে আদালত।

মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার মশিউর রহমান জানিয়েছেন, নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে কে সাতদিন রিমান্ডে দেয়া হয়।


হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি অভিযোগ করেছেন, তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে।কার কিংবা কাদের বিরুদ্ধে অভিযোগ- তা স্পষ্ট না করলেও এই অভিনেত্রী বলেছেন, তিনি পুলিশে জানিয়েও ফল পাননি।এদিকে পুলিশ বলেছে, এই ধরনের কোনো অভিযোগ তারা পায়নি।তবে এই দুই নামের কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি বলে দাবি করেছেন বনানী থানার ওসি নুরে আজম মিয়া।পুলিশে জানিয়েও ফল পাননি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখেন এই অভিনেত্রী। তার ওই পোস্ট দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় তিনি বলেন, “গত কয়েকদিনে এই নামে থানায় কেউ আসেনি। কেউ কোনো অভিযোগও করেনি।”

পরীমনি যদি থানায় গিয়ে অভিযোগ করেন, তাহলে ‘সে অনুযায়ী’ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

নড়াইলের মেয়ে পরীমনির ঢাকার চলচ্চিত্রে 


বাবা মনিরুলের সঙ্গে পরী মনি। আজ বিশ্ব বাবা দিবস। এ দিনে পৃথিবীর সন্তানেরা তার বাাবাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। স্মৃতির ডালা খুলে বসেন সন্তানেরা। জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বাবা নেই। সবাই যখন বাবা-বন্দনায় মত্ত তখন পরীমনি ফেসবুকে লিখলেন হাহাকারের কাব্য। চলুন পড়ে দেখি |


No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad