এর বিষ্ময়কর ফজিলত।সকল মুসলিমের জানা জরুরী!হাসবুনাল্লাহ্

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ | সুপ্রিয় আল্লাহর পথের দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আপনারা সবাই ভালো আছেন | আজকে আমি পবিত্র কুরআনের একটি আয়াত পড়ার সাথে সাথে আল্লাহর সাহায্য নিয়ে পাশে | তা আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ✋

যে কোন লোক যখন কোন মুসিবত ও পেরেশানী লিপ্ত হয় |তখন সে যদি এই আয়াত পড়ে | আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে | আল্লাহ তাকে সাথে সাথেই সাহায্য করেন | মানুষ অনেক সময় দিশেহারা হয়ে যায় এমন এমন সমস্যায় ভেসে যায় | যে কাউকে বলতেও পারেনা | এমন স্থানে বিপদে আটকে যায় যে দূর পর্যন্ত সেখানে কারো সাহায্য সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ থাকে না ✋


প্রথমে একটি বাস্তব ঘটনা শুনুন,এর ফলে বিষয়টি বুঝতে সুবিধা হবে,এক গ্রামে এক আলেম বাস করতেন, তিনি প্রতিটি কাজে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করতে, তার কাছে কেউ দোয়া চাইলে তিনি তার জন্য দোয়া করবেন,আলেমের সাথে এক প্রতিবেশী ছিল তিনি ছিলেন দ্বীনদার পরহেজগার মুত্তাকি, আলেমের কাছে এসে বলল হুজুর আমি ছেলে ,বিদেশে থাকে সেখানে আমার ছেলে ছাড়া আমার আর কেউ  নেই,সেই দেশের মধ্যে কোন একটি মিথ্যা অভিযোগের কারণে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে, এই বিষয়ে আপনি একটি পাঁচতারা বের করে, হুজুর তখন সেই বুজুর্গ জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, এবং নামাজ পড়া আরম্ভ করলেন, এবং নামাযের পর তিনি দোয়া পড়তে লাগলেন, কিন্তু সে লোকটি বললেন আমি তাকে বলেছি তিনি যেন তাঁর কোনো পরিচিত কাউকে কল দিয়ে কোন একটা ব্যবস্থা করে দেন, কিন্তু তিনি তা না করে আমাকে দোয়া পড়তে বলেছে, বুজুর্গ ব্যক্তি বলেন আমি তো তোমার জন্যই কাজ করছি, তার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আর এটি হলো সবচেয়ে বড় সুপারিশ |✋✋


তিনি যাকে মুক্ত করবেন তাকে কেউ আটকে রাখতে পারবে না, সে বুজুর্গ জায়নামাজ থেকে উঠে না দাঁড়াতেই, এক মহিলা সে লোককে ডাকতে লাগলো, দেখে বলতে লাগল ভাই তোমার কল্যাণ হোক, তোমার ছেলে নাকি ছাড়া পেয়েছেন, এবং এই খবরটি আমরা কেবল মাত্র পেলাম, এ কথা শুনা মাত্র লোকটি বাড়িতে ফিরে গেল,এবং লোকটি বুঝতে পারল, যে বিপদ মুক্তির জন্য যখন মানুষ অসহায় হয়ে পড়ে, তখন উপায় আর বাকি থাকে না, তখন আল্লাহ তা'আলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে ,এমনকি সদাসর্বদা আমাদের কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে |✋


যেমন আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, যখন কোন কঠিন কাজ আসত ,তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, এবং দোয়া করতেন, আমাদের মনে রাখতে হবে আমরা সূরা ফাতিহা এর এরমধ্যে পাঠ করি | ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন | এর অর্থ হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি ,এ আয়াত দ্বারা আমরা আল্লাহর সাহায্যের আশা রাখি |


আল্লাহর উপর ভরসার কথা বলি, আল্লাহ তাআলার উপর আস্থা যত বেশি তার সফলতার মূল পূর্ণতার ততবেশি, তাওয়াক্কুল একটি গুণ,এটি একটি ইবাদত,এটি অর্জন ছাড়া ইমান অসম্পূর্ণ থাকে, এ কারণে আল্লাহ তাআলা ছাড়া আর কারো উপর তাওয়াক্কুল করা যায়না, পবিত্র কুরআনে বিভিন্ন ভাবে আল্লাহতালার উপর ভরসা করার কথা প্রায় 70 বার এসেছে, যেমন পবিত্র কোরআনে তাওয়াক্কুল শব্দটি 9 বার,এবং এর বহুবচন মুতাওয়াক্কিল এটি এসেছে চারবার, বিভিন্ন ক্রিয়াপদের 33 বার |


এবং ওয়াকিং শব্দের অর্থ এসেছে 24 বার মোট 70 বা, ইসলামী শরীয়তে তাকদিরে বিশ্বাস রাখা ওয়াজিব,তাই তাকদিরে বিশ্বাস রাখার পাশাপাশি চেষ্টা অব্যাহত রাখতে হবে,সফল হলে যে কোন ব্যাপারে কৃতজ্ঞতা আদায় করতে হবে, আর সফল না হলে ধৈর্য্য ধারণ করতে হবে, প্রচেষ্টা ও তাওয়াক্কুল উভয়টা থাকতে হবে, তাকদীরের দোয়ায়ে দিয়ে, রোগ হলে চিকিৎসা না করা, শত্রুর হাত থেকে আত্মরক্ষার চেষ্টা না করা, এটি ইসলামসম্মত নয়, আল্লাহতালার উপর ভরসা করার বিষয়ে বলা হয়েছে, আল্লাহর উপর ভরসা করার নানান পর্যায়ে রয়েছে, কেউ মুখে মুখে ভরসার কথা বলেন, সুনির্দিষ্ট কিছু বিশেষ ভরসা করে কেউ বা সর্বদা আল্লাহ তায়ালার উপর ভরসা করে, এটি তাওয়াক্কুল এর সর্বোচ্চ পর্যায়, আর যারা প্রকৃত ভাবে আল্লাহর উপর ভরসা করে, তাদের জন্য সূরা আল ইমরান 173 নং আয়াতের ছোট্ট টুকরোটি যথেষ্ট | হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নিমাল মাওলা নাসির | আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ঠ, কতই না চমৎকার,কামিয়াবীদানকারী |



এ বর্ণিত আয়াত এর শিক্ষা হলো | সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা | এবং আল্লাহ তায়ালাকে নিজের জন্য সর্বদা যথেষ্ট মনে করা | আল্লাহ তায়ালাকে সব শক্তির উৎস মনে করা | এছাড়া এ আয়াতের শিক্ষণীয় বিষয় হলো | শত্রুপক্ষের অনুপ্রবেশ এবং আতঙ্ক সৃষ্টির জন্য তাদের ছড়িয়ে দেওয়া প্রচারণা সম্পর্কে সাবধান থাকতে হবে | শত্রুরা যত বেশি সংখ্যা শক্তিশালী হোক না কেন | আল্লাহ তাআলার ক্ষমতা তার চেয়েও বেশি | এরকম বিশ্বাস মানুষের মন  দীর্ঘ ভাবে রাখা |


No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad