ইউরোপে গণবাদের ভয়াবহ চিত্র

ইউরোপে গণবাদের ভয়াবহ চিত্র

আমেরিকা ও ইউরোপিয় সরকার গুলো গণতন্ত্র আইনের শাসন ও নিজ শ্বেতাঙ্গ জনগণের জন্য মানবাধিকার নিশ্চিত করতে পারলেও বর্নবাদ ও বহিরাগতদের প্রতি ঘৃণার বিষয়টির সূরাহা এখনো করতে পারেনি।

বরং দিন দিন তা বেড়েই চলছে। আমেরিকায় শুধু গায়র রং কালো বা তমাটে হওয়ায় প্রতিবছর বহু মানুষ হত্যার শিকার হয়।

একই ভাব ইউরোপে কেবল গায়ের রং ও বিদেশী হাওয়ায় ঘৃণার শিকার হয় অসংখ্য মানুষ। সেসব খবর খুব কমই জানে বাকি বিশ্বের জনগণ। আর এ ধরনের মানসিকতা থেকে আমেরিকা ও ইউরোপ জুড়ে উত্থান ঘটেছে শ্বেতাঙ্গ মানুষের শ্রেষ্ঠত্বের স্লোগান।

কোন মন্তব্য নেই

Thanks for the comment

Blogger দ্বারা পরিচালিত.
ad