How to collect email addresses from Facebook, LinkedIn, Twitter or Instagram |

ফেসবুক, লিংকডিন, টুইটার ও ইনস্টাগ্রাম থেকে ইমেইল ঠিকানা সংগ্রহ করার খুব সহজ উপায়। আমি একটি সহজ সূত্র ব্যবহার করেছি। মেইল ঠিকানা সংগ্রহ করার পরে | জাঙ্ক ফাইলগুলি কিভাবে নিষ্কাশন করতে হবে তা উল্লেখ করেছি । এবং আমি  প্রতিটি দেশের গুগল ডোমেইন তালিকা এবং এক্সটেনশন কীভাবে সন্ধান করবেন তা উল্লেখ করেছি। আমি আশা করি আপনি কাজগুলো উপভোগ করবেন। 

আমরা যখন ইমেইল মার্কেটিং করি | তখন আমাদের অনেক অনেক মেইল এড্রেস এর প্রয়োজন হয়, আবার যখন ডাটা এন্ট্রি করি আমার থেকে অনেক দরকার  পরে | ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে নির্দিষ্ট কোন দেশে গ্রাফিক্স ডিজাইনার জুয়েলারি কোম্পানি যারা শুধুমাত্র ফেসবুক অথবা link ইউজ করে | এমন পঞ্চাশটা মেইল এড্রেস কালেক্ট করতে | কথাগুলো খুব জটিল মনে হলেও আমরা খুব সহজেই একটি সূত্রের মাধ্যমে তাদের মেইল এড্রেস কালেক্ট করতে পারেন | আপনার ক্লায়েন্ট বলেছে |

যারা ইউএসএ তে থাকে | 1 

এবং ফেসবুক ইউজ করে |  2

এবং তারা অবশ্যই গ্রাফিক্স ডিজাইনার | 3 

তাদের মেইল এড্রেস গুলো কালেক্ট করতে হবে | আমি মোঃ আজাদ রহমান | চলেন শুরু করা যাক |


চলেন আমরা সূত্রটি লিখে ফেলি | একটি নোটপ্যাড নিন | সাইক্লোন এবার আমরা একটা দেশের এক্সটেনশন ইউজ করব,মনে করেন ক্লাইন আমাকে বলেছে,ইউএস এর মেল গুলো কালেক্ট করতে,যারা লিংকডইন ইউজ করেন,তাহলে এখানে ইউএসএ'র এক্সটেনশন ইউজ করব,যদি অস্ট্রেলিয়ার মেইল কালেক্ট করতে বলে,তাহলে অস্ট্রেলিয়ার এক্সটেনশন ইউজ করব, কিভাবে পাব |

আমরা গুগলে সার্চ করি : list of google domains :

হ্যাঁ পেয়ে গেছি লিস্ট অফ গবর্ণমেন্ট, এখানে রিজনস অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, কান্ট্রি ফ্ল্যাগ এখানে আছে ডান পাশে,এই যে দেখতে পাচ্ছেন ডানপাশে হল এক্সটেনশন, আমাদের বাংলাদেশের যদি থাকে তাহলে আমরা google.com.bd ফল পাবে, এবার যদি আমরা অন্য দেশে দেখি ব্রাজিল google.com.br ইউজ করা হয় ,বাংলাদেশ দেখতে পাচ্ছি নিজে google.com.bd ইউজ করে, অন্যদিকে আর্জেন্টিনার google.com.ar ব্যবহার করে,প্রতিটা দেশের গুগোল এবং তার এক্সটেনশন দিয়ে গুগলে সার্চ করি, তাহলে সেই দেশের গুগলে তাদের ইনফর্মেশন আগে দেখায় |

আমরা যে সোশ্যাল মিডিয়া থেকে মেইল কালেক্ট করব সেই সোশ্যাল মিডিয়ার নাম |

1 প্রথমে আপনি কোন দেশের জিমেইল কানেক্ট করবেন সে দেশের নাম |

2 এখন আপনি যে সোশ্যাল মিডিয়ার থেকে জিমেইল কানেক্ট করবেন  সোশ্যাল মিডিয়ার নাম |

3 তিন নাম্বারে আমরা দিতে পারি পাবলিক, পাবলিক বড় করে না লিখে,pub, দিলে হবে |

4 আমরা কি কালেক্ট করতে চাচ্ছি | জিমেইল,ইয়াহু, এমএসএন, হটমেইল,আরো যে জিমেইল গুলি |

5 ইনভার্টেড কমার ভিতর, লেখাটুকু ওয়ার্ড, অর্থাৎ যদি ক্লায়েন্ট বলে, ইউএসএ'র যারা টুইটার ইউজ করে, এবং যারা জিমেইল ইউজ করে, তারা অবশ্যই ডিজিটাল মার্কেটিং এজেন্সি হতে হবে, আমরা এখানে ইনভার্টেড কমার ভিতর মার্কেটিং এজেন্সি কি লিখবো,লেখা যেন ভুল না হয় ঠিক করে লিখুন,


লেখাগুলো কপি করুন

Site:us.twitter.com/pub/ "gmail.com" "digital marketing agency"

লেখাগুলো কপি করুন, কপি করে গুগলে প্রেস করুন, এখানে তো অনেকগুলো সাইড এসেছে, আমরা এখন কোথায় খুজে পাব, আমাদের মূলত জিমেইল আর সাইট, আমরা তো বললাম আমরা সব থেকে সহজ ওই টি, ব্যবহার করব, তার জন্য আমরা একটি থার্ড পার্টি সাইট ব্যবহার করব,

নিচের লিংকটি ব্যবহার করুন : http://eel.surf7.net.my/


এটা হল ইমেইল এক্সট্রাকটর একটা ওয়েবসাইট, আর অনলাইনে যদি সার্চ করি ইমেইল এক্সট্রাকটর সাইট লিস্ট, তাহলে অনেক ইমেইল এক্সট্রাকটর সাইট লিস্ট চলে আসবে, কিন্তু ভালো সাইট হিসেবে আমি আপনাকে বলব এটাই সব থেকে ভালো একটি ওয়েবসাইট |


আমাদের থেকে এখন কি করতে হবে, যেটা google-এ সার্চ করে পেয়েছি, এটা জাস্ট কন্ট্রোল এ,কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, জাস্ট কপি

আমরা সাইটে এসে নিচে যে দুটি, বক্স দেখা যাবে, প্রথম বক্সে, লেখা কপি করেছেন, সেখানে পেস্ট করে দিন,প্রথম বক্সে | দুইটা বক্স আছে | একটা ইনপুট আউটপুট

এরপর পরের  বক্সে সবগুলো মেইল চলে আসবে |

আপনারা আমাকে এটা বলতে পারেন, ভাই আপনি তো বলেছেন কমপক্ষে 50 টা মেইল কানেক্ট |করা সম্ভব, এখানে সবগুলো লেখা ছাড়ার পর মাত্র সামান্য কিছু মেইল এসেছে, আর মেইলগুলো,

 আমি কথা বলি, আমাদের নিচে পেজ আসে, 123456789, লেখা আছে, আপনি প্রথমে, এক নাম্বার প্লিজ থেকে জিমেইল কানেক্ট করুন, দুই নাম্বার পেজে, আবার সবগুলো কপি করুন, দুইনাম্বার পেজ থেকে সেখান থেকেও জিমেইল কানেক্ট করুন, তারপর তিন নম্বর পেজ, সেখান থেকেও জিমেইল কানেক্ট করুন, এভাবে যতগুলো পেজ আছে, সবগুলো থেকে জিমের  কানেক্ট করতে পারবেন, ধন্যবাদ আশা করি আমি সবাই কি বুঝাতে

পেরেছি | আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওবারাকাতুহু, আল্লাহ মেহেরবান ও  দয়ায়, সবাই ভাল আছেন |


এখানে আপনি ইচ্ছে করলে,যেকোনো সোশ্যাল মিডিয়ার জিমেইল কানেক্ট করতে পারবেন,ধন্যবাদ |  

Site:us.twitter.com/pub/ "gmail.com" "digital marketing agency"

Site:us.facebook.com/pub/ "gmail.com" "digital marketing agency"

Site:us.linkedin.com/pub/ "gmail.com" "digital marketing agency"

Site:us.pinterest.com/pub/ "gmail.com" "digital marketing agency"

No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad