Mount Kailash NASA is this mystery

 কৈলাস পর্বতের| নাসা এই রহস্য

এই পৃথিবীতে অসংখ্য পর্বত রয়েছে যার মধ্যে অনেকগুলি জয় করা সম্ভব হয়েছে এমনকি সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে পর্যন্ত মানুষ পৌঁছে গিয়েছে,কিন্তু আজ পর্যন্ত যে পর্বত জয় করা যায়নি তা হল,কৈলাস পর্বত উচ্চতা নাকি অন্যকিছু তিব্বতের হিমালয় পর্বতমালার এক বিশেষ অংশ এই কৈলাস পর্বত যাকে ঘিরে রয়েছে একাধিক রহস্য,সমাধান করতে বিজ্ঞানীরা জানিয়েছেন কিন্তু এমন কি রয়েছে এই পর্বতের মধ্যে |

আলোচ্য বিষয় কৈলাস পর্বতের অজানা রহস্য,অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন

সংস্কৃতি কেলা শব্দ থেকেই এই কৈলাস কথাটি এসেছে, বরফে ঢাকা কৈলাস কে দেখে অনেক সময় স্ফটিকের মতো মনে হয়, হিন্দু পুরাণে এই পর্বত কে ভগবান শিবের লীলা বলা হয়েছে, এখানে লুকিয়ে রয়েছে এমন কিছু রহস্য সমাধান সম্ভব হয়নি, প্রথমত মনে করা হয় যে এই পর্বত নাকি পৃথিবীর একদম মধ্যস্থলে অবস্থিত, আর প্রাচীনকাল থেকেই পৃথিবীর অন্য রূপে কাজ করছে 22 হাজার ফুট উচ্চতার এই পর্বত নাকি ধরে রেখেছে গোটা পৃথিবীর ভর, নাকি অনেক প্রাচীন গুহা আছে যেখানে বহুকাল ধরে তপস্যা করছিলেন প্রাচীন সন্ন্যাসীরা,

তবে এটা কখনো সামনাসামনি দেখা যায়নি একটি নির্দিষ্ট পয়েন্ট এরপর সেখানে যাওয়া নিষিদ্ধ এখানে নাকি যখন তখন আবহাওয়ার পরিবর্তন ঘটে কখনো ঝড় বৃষ্টি কখনো কখনো শীতল পরিবেশ ফলে এই পরিস্থিতিতে টিকে থাকা বেশ কঠিন এক বৌদ্ধ সন্ন্যাসিনীর মতে এই পরবর্তী না যাওয়াই ভালো এখানকার সবচেয়ে বড় রহস্য হলো আবহাওয়া এই পর্বতে ওঠার চেষ্টা চালানোর সময় মানুষের চেহারায় এমন কিছু পরিবর্তন আসে আর কখনো দেখা যায় না মানুষের বয়স প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পায় অর্থাৎ চামড়া শুষ্ক হয়ে যায় এবং এবং চুল ব্যাপক হারে বাড়তে থাকে |

No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad