জন্মের পর থেকে একজন মানুষের কী কী পণ্য লাগে।

জন্মের পর থেকে একজন মানুষের কী কী পণ্য লাগে।

সেই প্রথম মায়ের গর্ভে, মায়ের শরীর থেকে পুষ্টি নির্যস নেওয়া শুরু করে দুনিয়ায় আগমনে অক্সিজেন থেকে খাবার প্রথম ই প্রয়োজন।

এরপর লাগে বস্ত্র, থাকার বাসস্থান, এরপর জ্ঞানের উপকরণ, প্রাকৃতিক দান তো আছেই। এরপর একটা লক্ষ্য, এরপর জীবিকা নির্বাহের সংস্থান, এরপর একটা পরিবার গঠন, এরপর বয়স বাড়তে থাকে।


হায়াত ফুরায়, এরপর সাড়ে তিন হাত জমি লাগে। এই তো শেষ..


মাঝখানে অনেক কিছু লাগে, সবকিছু নিজের মতো করে

No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad