সমাজের সমস্যাগুলো প্রতিরোধ। সামাজিক সমস্যা কাকে বলে। সমাজে বাঁচতে হলে কি করনীয়। What to do to live in society।
সমাজের মানুষ গুলো কি রকম হতে পারে
জীবনের চলার পথে আমরা অনেক সমস্যাতে পড়ি, সেই সমস্যাগুলো পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। কিছু সমস্যা হচ্ছে, জীবনকেই বদলে দেয়, আর কিছু সমস্যা হচ্ছে, জীবনের কাঁটা হয়ে দাঁড়ায়, মানুষ বলতেই সমস্যা, সেই সমস্যাগুলো ইগনোর করে আমাদেরকে বাঁচতে হবে।
চলার পথে
আমরা ছোট থেকে বড় হই, ছোট থেকে বড় হওয়ার মাঝে অনেক ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় হয়, কে কি রকম ধরনের মানুষ আমরা বলতে পারি, আমাদের বন্ধু-বান্ধব হয় আত্মীয়-স্বজন হয়, তাদের ভিতরে কি আছে, আমরা কিছু না কিছু বলতে পারি কিছুদিন চলার পর, এখন আমাদের কাছে বিবেকের প্রশ্ন, কাদের সাথে চলা উচিত, আর কাদের সাথে চলা বিপদজন, যাদের সাথে চলা উচিত মনে হয় তাদের সাথে চলুন, যাদেরকে বিপদজনক মনে হয় তাদেরকে বাদ দিন, অনেক সময় লাগবে তারপরও চেষ্টা করুন।
সমাজ আমাদেরকে কি বলে
সমাজ আমাদেরকে ভালো হতে বলে, আবার সমাজ আমাদেরকে খারাপ হতে বলে, সমাজের সাথে ভালো ব্যবহার করলে সমাজের মানুষ আপনাকে ভালোর চোখে দেখবে, আর বিশেষ করে সমাজের কিছু মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না, ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, (উদাহরণ) যেরকম পাঁচটি আঙ্গুল পাঁচ রকম, ওইভাবে সমাজের মানুষ পাঁচ রকম।
চলার উপায় কি
সমাজের মানুষের সাথে চলবেন ফিরবেন, যার যেরকম ইচ্ছা, সাথে থেকে তাল মিলিয়ে চলুন, ভালোদের সাথে ভালোভাবে কথা বলবে, (সময় দিবেন) খারাপদের সাথে কথা বলা কমিয়ে দিবেন। হাতে সময় নাই ফ্যামিলির অজুহাত দিয়ে কেটে পড়ুন, এভাবে কিছুদিন যাওয়ার পর, তারাও তোমার সাথে সময়ের দাম দিবে।
No comments
Thanks for the comment