সমাজের সমস্যাগুলো প্রতিরোধ। সামাজিক সমস্যা কাকে বলে। সমাজে বাঁচতে হলে কি করনীয়। What to do to live in society।

সমাজের মানুষ গুলো কি রকম হতে পারে

জীবনের চলার পথে আমরা অনেক সমস্যাতে পড়ি, সেই সমস্যাগুলো পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। কিছু সমস্যা হচ্ছে, জীবনকেই বদলে দেয়, আর কিছু সমস্যা হচ্ছে, জীবনের কাঁটা হয়ে দাঁড়ায়, মানুষ বলতেই সমস্যা, সেই সমস্যাগুলো ইগনোর করে আমাদেরকে বাঁচতে হবে।


চলার পথে

আমরা ছোট থেকে বড় হই, ছোট থেকে বড় হওয়ার মাঝে অনেক ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় হয়, কে কি রকম ধরনের মানুষ আমরা বলতে পারি, আমাদের বন্ধু-বান্ধব হয় আত্মীয়-স্বজন হয়, তাদের ভিতরে কি আছে, আমরা কিছু না কিছু বলতে পারি কিছুদিন চলার পর, এখন আমাদের কাছে বিবেকের প্রশ্ন, কাদের সাথে চলা উচিত, আর কাদের সাথে চলা বিপদজন, যাদের সাথে চলা উচিত মনে হয় তাদের সাথে চলুন, যাদেরকে বিপদজনক মনে হয় তাদেরকে বাদ দিন, অনেক সময় লাগবে তারপরও চেষ্টা করুন।


সমাজ আমাদেরকে কি বলে

সমাজ আমাদেরকে ভালো হতে বলে, আবার সমাজ আমাদেরকে খারাপ হতে বলে, সমাজের সাথে ভালো ব্যবহার করলে সমাজের মানুষ আপনাকে ভালোর চোখে দেখবে, আর বিশেষ করে সমাজের কিছু মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না, ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, (উদাহরণ) যেরকম পাঁচটি আঙ্গুল পাঁচ রকম, ওইভাবে সমাজের মানুষ পাঁচ রকম।


চলার উপায় কি

সমাজের মানুষের সাথে চলবেন ফিরবেন, যার যেরকম ইচ্ছা, সাথে থেকে তাল মিলিয়ে চলুন, ভালোদের সাথে ভালোভাবে কথা বলবে, (সময় দিবেন) খারাপদের সাথে কথা বলা কমিয়ে দিবেন। হাতে সময় নাই ফ্যামিলির অজুহাত দিয়ে কেটে পড়ুন, এভাবে কিছুদিন যাওয়ার পর, তারাও তোমার সাথে সময়ের দাম দিবে।


সমাজের সমস্যাগুলো প্রতিরোধ। সামাজিক সমস্যা কাকে বলে। সমাজে বাঁচতে হলে কি করনীয়। What to do to live in society।

কথাগুলো গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

আসসালামু আলাইকুম সবাই ইনশাল্লাহ ভালো আছেন, আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে পড়ুন, জীবনে চলার পথে একটু হলেও উপকারে আসবে, আমাদের সমাজ এখন নোংরা হয়ে গেছে, সেগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে অনেক সচেতন থাকতে হবে, না হলে সমাজে বাঁচতে পারবেন না, সমাজ আপনি কি ধ্বংস করে দিবে, নাহলে কাটা গাছের মতো কাটা মনে করে তুলে ফেলে দিবে।

সমাজের মানুষ ভালো ও খারাপ।

সমাজ একজনকে ভালো করতে পারে, আবার খারাপ করতে পারে, আমি সমাজকে খারাপ বলতেছি না বলছি তাদেরকে সমাজে থাকা মুখোশধারী কিছু মানুষকে, সমাজের মানুষগুলো আমাদের কাছে কোন না কোন একদিন আমাদের উপকারে আসে, আপনি যদি মারা যান সমাজের মানুষগুলোই আগে কাছে থাকবে পাশে থাকবে, তারাই আপনার জানাযার করবে, ধন্যবাদ কথাগুলো বুঝতে পারছেন।

সমাজের সমস্যাগুলো প্রতিরোধ? সামাজিক সমস্যা কাকে বলে? সমাজে বাঁচতে হলে কি করনীয়? What to do to live in society?

No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad