Introduction to the song in words।কথা জানলে নিজেকে পরিবর্তন করতে পারবেন।

Introduction to the song in words.কথা জানলে নিজেকে পরিবর্তন করতে পারবেন।

Introduction to the song in words
প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি পান করা। লিটার হিসেবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য ৩.৭ লিটার এবং নারীর জন্য তা ২.৭ লিটার।🥛🥛🥛🥛🥛🥛🥛

প্রতিদিন সৃষ্টাকে ধন্যবাদ জানানো, "আপনাকে এতো সুন্দর পৃথিবীতে আরেকটি দিন উপহার দেওয়ার জন্য"। প্রতিদিন প্রার্থনার কথা মনে রাখা উচিত।🕋🏰

কম করে হলে ও প্রতিদিন ২০ মিনিট সূর্যের আলোর সংস্পর্শে আসা । এটি ডিপ্রেশন কমাতে খুবই কার্যকর।

প্রতিদিন একটু হলে নতুন কিছু শিখা। হোক না আপনি মাএ ৩০ মিনিটই ব্যয় করলেন।

আপনার বিপদে যারা আপনার পাশে ছিল মরে গেলেও তাদের কথা ভুলবেন না।

আপনার বাবা - মা এবং আত্মীয় স্বজনের কথা কখনোই ভুলা যাবে না। আপনি কখনোই আবার বলছি কখনোই তাদের ঋণ শোধ করতে পারবেন না।

কেউ আপনাকে সাহায্য করলে আপনি হাসি মুখে ধন্যবাদ দিতে ভুলে যাবেন না কখনো ।

🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️
মনিটাইজেশন
আপনার প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন তবুও আপনি আমাকে উত্তর দেওয়ার জন্য………উত্তর গুলো সুন্দর ছিল

তাই আমি এ প্রশ্নের উত্তরে নিজের মতামত, জ্ঞান ভাগ করছি না। নিচে কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের উক্তি ভাগ করছি আশাকরি আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে।

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।- হযরত আলী (রাঃ)

একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।- জর্জ লিললো

অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে।- গোল্ড স্মিথ।

ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন। - রেদোয়ান মাসুদ

সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যাক্তিত্বহীন।- মার্ক টোয়াইন।

জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। -জন ডব্লু গার্ডনার।

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নে।- ইউলিয়ামস হেডস।

যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও। —থেলিস।

প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক। -আব্রাহাম লিংকন।

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে। -হজরত আলী (রাঃ)।

জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই,যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। - রেদোয়ান মাসুদ।

আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। -শেখ সাদী।

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। -জন লিভগেট।

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষন কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। – রবীন্দ্রনাথ ঠাকুর।

যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না। - জন বেকার।

যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো। - যাযাবর

পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষঠতর

✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

Introduction to the song in words
আল্লাহ এর কথা। তাঁর দয়ার কথা। তাঁর মাফের কথা। তাঁর প্রতিশ্রুতিগুলি যতটুকু জানেন।

এবার পিছের দিকে তাকান। জীবনের সাফল্য নিয়ে ভেবে কি করবেন? ওটা কি আপনার হাতে? আপনার যা চেষ্টা করার করুন। আল্লাহ যা দেওয়ার তা দিবেন। উনি দিবেন আপনার মঙ্গলের চিন্তা করেই।

চাকচিক্যের দিকে আকৃষ্ট করবেন না নিজেকে। এগুলি সব আঃগুণের আহ্বান। নিজের মনের যার অভাব নাই, তাঁর থেকে বড়োলোক আর কে আছেন।

আমার বর্তমান অবস্থানের পেছনে যাদের অবদান আছে তাদেরকে জীবনে কখনও ভুলে যাওয়া উচিত নয়।/

আপনার দুনিয়াতে আসার উদ্দেশ্য, আল্লাহ্ আপনাকে কেনো দুনিয়াতে পাঠিয়েছে এটা আপনার সবসময় মনে রাখতে হবে।/

লোভে বা পাপের বশবর্তী হয়ে কখনোই নিজের ঐত্যিহ ভুলে যাওয়া উচিত নয়।/

আপনি যা কিছুই করে থাকেন না কেনো, এসব লিপিবদ্ধ হচ্ছে। একদিন এর ফল ভোগ করতে হবে।

ভাই বোনের চেয়ে শ্রেষ্ঠ কোনো ভাগীদার/সম্পর্ক নেই।

আপনার অতীত কে কখনো ভুলে যাবেন না। আপনি 
আগে কি ছিলেন এখন কি হয়েছেন

সত্য কথা ন্যাপরায়ণতা, মানুষ সাহায্য করা, মা বাবা কে সেবা করা তাদের পাশে থাকা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা আত্মীয়দের খোঁজখবর নেয়া। এগুলো কখনো ভুলে যাওয়া উচিত নয়।

কোন ভুলগুলো জীবনকে ধ্বংস করে দেয়?
১। জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে ভুল, জীবনকে ধ্বংস করে দেয়।

২। অতিরিক্ত লোভ করার মতো ভুল, জীবনকে ধ্বংস করে দেয়।

৩। নেশাজাতীয় দ্রব্যকে নিজের নিয়ন্ত্রক বানিয়ে রাখার মতো ভুল, জীবনকে ধ্বংস করে দেয়।

৪। কল্পনা আর বাস্তবের পার্থক্য অনুধাবন করার অক্ষমতাজনিত ভুল, জীবনকে ধ্বংস করে দেয়।

৫। নিজের জীবনে যা কিছুই প্রাপ্তি ঘটেছে, সেটাকে সানন্দে গ্রহণ না করে, অপ্রাপ্তির বেদনায় সর্বক্ষণ নিজেকে বিদ্ধ করার মতো ভুল, জীবনকে ধ্বংস করে দেয়।

৬। জীবনে নিজের ইচ্ছে মতোই সব কিছুই ঘটবে, এ ধরণের ধারণাজনিত ভুল, জীবনকে ধ্বংস করে দেয়।

ধ্বংস হয়ে যায় জীবন। আত্মহননের পথ বেছে না নিলেও, জীবনের অস্তিত্বকে ছোঁয়া যায় না। নাগালের মাঝে থেকেও, অধরাই থেকে যায় জীবন।

বেঁচে থাকতে হয়, জীবন্মৃত অবস্থার মাঝেই

যে
অনেক অভিজ্ঞতা আছে যেগুলো নেওয়া উচিত, তার মধ্যে থেকে কিছু অভিজ্ঞতার কথা নিচে উল্লেখ করতেছি:🧘‍♀️🧘‍♂️

টাকা বিহীন পুরো একদিন বাসা থেকে দূরে ঘুড়তে যাওয়া, এই সময় আপনি টাকার গুরুত্ব আপনার জীবনে কতোটা বিরাজ করে তার পুরোটাই বুঝতে পারবেন।💸💷💶💵

বন্ধুদের টাকা ধার দেওয়া: আপনি ধার দেওয়ার ৮০% টাকা ফেরত পাবেন না। তারপরেও টাকা ধার দিলে প্রকৃত বন্ধু খুঁজে চিনতে কঠিন হবে না।🤳💸💸💵💶💷

অচেনা জায়গায় ঘুড়ে আসা: হঠাৎ কোন অচেনা জায়গা থেকে ঘুড়ে আসতে পারেন, যেহেতু অচেনা জায়গা তাই নতুন অনেক কিছু শিখতে পারবেন।🏞🏔🏖🏝🏟⛲🌄

একাই দেশের বাইরে ঘুড়তে যাওয়া (দেশ থেকে সব কিছুই টিকিট & হোটেল নিশ্চিত করে নিবেন)। এখানে অসংখ্য নতুন নতুন কিছু শিখতে পারবেন।🇦🇩🇦🇪🇦🇫🇦🇬🇦🇷🇧🇩🇧🇩🇧🇩🇧🇪🇧🇫🇧🇬🇧🇭🇧🇮🇧🇯🇧🇱🇧🇲🇧🇳🇧🇴🇧🇶🇧🇷🇧🇸🇧🇹🏢

এয়ার ট্রাভেল করা, নতুন নিয়মকানুন জানতে পারবেন & মেঘের উপরে উড়ে যাওয়ার অবিজ্ঞতা বেশ মজাদার।🌍☁️⛅🌤🌫

বেনাপোল দিয়ে ভারতে যেতে পারেন, আপনি এমন অবিজ্ঞতা পাবেন আর কোন দিন যেতে ইচ্ছাও করতে না😂😋।

Skydiver দিতে পারেন, অনেক অবিজ্ঞতায় ভরপুর, যদিও আমি এখনও এই অবিজ্ঞতাটা নিতে পারি নাই।
নিঃস্বার্থ ভাবে কোন অপরিচিত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া।🤔

রিক্সায় উঠার আগে রিক্সাওয়ালার সাথে একটু ভাড়া নিয়ে দামদর নিয়ে ভেজাল করুন & উঠে পরুন, নামার পরে তার মূল ভাড়ার চেয়ে ১০-২০ টাকা বেশি দিন। তখন, সেই রিক্সাওয়ালার মুখে যে হাসিটা দেখতে পারবেন তা আপনি কোটি টাকা দিলেও পাবেন না। (আমি এমন টা প্রায় করি) আপনি এই অভিজ্ঞতা টা মিস করিয়েন না প্লিজ🙏।

আরো অনেক আছে, এইগুলো শেষ করুন, পরে আরো দেওয়া যাবে ইন-শা-আল্লাহ্।🕋



=============================/

No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad