Some good things boys

ছেলেরা সব কিছু করতে পারো এটা দিতে, পারে স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারো কোন বাধা-নিষেধ নেই আর আমরা মেয়েদের বেলায় যত নিয়ম কানুন, আজ কিছু কথা বলি তা শুনে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে আপনার ধারণা পাল্টাতে পারে ,স্বাধীনতা আড্ডা ঘোরাঘুরি জীবন নয় ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম, একটা গল্প অনেক জন্মের পর থেকেই ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকিয়ে দেয়া হয়, প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না ভালো চাকরি পাওয়া যাবেনা, কোন বাবা তার মেয়ের বিয়ে দেবে না ছেলেরা পরীক্ষার খাতায় ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয়, মেয়েরা ফেল করলে সহজ সমাধান তাদের বিয়ে দেয়া হয়, মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার

আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হলো টাকা, টাকা থাকলে তাদের জন্য রয়েছে হাজারো রূপসী আর টাকা না থাকলে বাঁড়ার ঘেরাও ফিরে তাকায় না, আজকাল টাকা ছাড়া সুইটি বেবিরা পাশে থাকে না বেবির জন্ম দিন আসলেই দিতে হয় হাজার টাকার গিফট , গিফট ছাড়া ভালোবাসা জমে না রেস্টুরেন্টে একজন আরেকজনকে খাইয়ে না দিলে প্রেম মাখোমাখো হয় না , আর এসব কিছুর জন্য দরকার টাকার জন্য দরকার জীবনে প্রতিষ্ঠিত হওয়া ,প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে হয় অনেক সংগ্রাম আমাদের চারপাশের সমাজ মনে করে ছেলেরা হল টাকার মেশিন চাবি ঘুরিয়ে দিলে বের হবে , রাশি রাশি টাকা একটা ছেলেকে জন্মের পর থেকেই ত্যাগ করতে হয় ,অনুভূতি সুপ্ত আনন্দ আর স্বপ্নগুলোকে , সারাজীবন পড়াশোনা করে চাকরি করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে , ছেলেরা সব শেষে ছেলের বউ খারাপ আচরণ করলে নিজের ঘর ত্যাগ করতে হয় 

শেষ জীবনে আশ্রয় হয় বৃদ্ধাশ্রম আর সঙ্গী বলতে থাকে চোখের জল, এভাবে সারা জীবন ছেলেরা শুধু ত্যাগ করে যায় আপন মানুষদের জন্য বিনিময় কিছু চাইনা , তার জ্বলন্ত প্রমাণ আমার বাবা ছোট বেলা থেকেই ছেলেদের কাঁদতে নিশ্চিত করা হয় কারণ ছেলেদের চোখের জলের মূল্য অনেক , জন্মের পর থেকেই কখনো ছোট ভাই বোন পরিবার কখনো কখনো জীবন সঙ্গীর জন্য মনের সবটুকু দেওয়ার চেষ্টা করে ছেলেরা , তবুও কেউ তাদের মনের ভালোবাসা দেখে না দেখেন তার যোগ্যতা 

আর সেটা হল ব্যাগ ভর্তি টাকা সকল ছেলেদের উদ্দেশ্যে একটাই কথা শুধু শুধু প্রেম নামক মরীচিকার পেছনে ছুটে সময় নষ্ট করে নিজের ক্যারিয়ার গড়ে , কারন ছেলেদের প্রেম করার জন্য স্মার্ট হ্যান্ডসাম হতে হয় , কিন্তু বিয়ে করার জন্য টাকাওয়ালা হতে হয় তাই ছেলেদের বলছি অনেক সময় নষ্ট করেছো আর নয় নিজের জন্য ভাব পরিবারের জন্য ভাব ভবিষ্যতের জীবনসঙ্গীর জন্য ভাব সময় নষ্ট করো না পরে পস্তাতে হয় পরিবার সমাজ আপনজনের কাছে তোমার মূল্য টাকা নাই তো কেউ তোমাকে চিনবে না


No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad