What is a ledger?

আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে দাদার নাম এর সাহায্যে কোন দাগে কত খানি জায়গা আছে, সাথে আরো খতিয়ান দেখতে পারবেন।


ভুমি বিষয়ক তথ্য ============= “খতিয়ান” কাকে বলে ? ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে “খতিয়ান” বলে।“খতিয়ান” প্রস্তত করা হয় মৌজা ভিত্তিক। আমাদের দেশে CS, RS, SA এবং সিটি জরিপ সম্পন্ন হয়েছে। এসব জরিপকালে ভূমি মালিকের তথ্য প্রস্তত করা হয়েছে তাকে “খতিয়ান” বলে। যেমন CS খতিয়ান, RS খতিয়ান এস এ খতিয়ানঃ ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাসের পর সরকার জমিদারি অধিগ্রহণ করেন। তৎপর সরকারি জরিপ কর্মচারীরা সরেজমিনে মাঠে না গিয়ে সিএস (SA) খতিয়ান সংশোধন করে যে খতিয়ান প্রস্তুত করেন তা এসএ খতিয়ান নামে পরিচিত। কোনো অঞ্চলে এ খতিয়ান আর এস খতিয়ান নামেও পরিচিত। বাংলা ১৩৬২ সালে এই খতিয়ান প্রস্তুত হয় বলে বেশির ভাগ মানুষের কাছে এসএ খতিয়ান ৬২র খতিয়ান নামেও পরিচিত। বি এস খতিয়ানঃ সরকারি আমিনরা মাঠে গিয়ে সরেজমিনে জমি মাপামাপি করে এই খতিয়ান প্রস্তুত করেন বলে তাতে ভুলত্রুটি কম লক্ষ্য করা যায়। বাংলাদেশের অনেক এলাকায় এই খতিয়ান বি এস খতিয়ান নামেও পরিচিত।সর্ব শেষ এই জরিপ ১৯৯০ সালে পরিচালিত হয়। ঢাকা অঞ্চলে মহানগর জরিপ হিসাবেও পরিচিত। ম্যাপ কি ? উত্তরঃ কোন মৌজার ভূমির প্রতিচ্ছবি একটি নির্দিষ্ট স্কেলে অক্ষ বা দ্রাঘিমা রেখা নির্দেশ করে অংকন করা হলে তাকে মৌজা ম্যাপ বলে। মৌজা কি ? উত্তরঃ মৌজা জরিপ কাজে একটি ইউনিট। জরিপ কাজের সুবিধার জন্য উপজেলাকে কতগুলো ভাগে বিভক্ত করা হয়। এর প্রত্যেকটি ভাগকে মৌজা বলে। খতিয়ান কি ? উত্তরঃ খতিয়ান আরবী শব্দ। যে কাগজে জমির সমস্ত বিবরনী লিপিবদ্ধ থাকে তাকে খতিয়ান বলে। অনলাইনে জমি রেকর্ড বা দাগের তথ্য বের করুন CS, SA, RS, BS খতিয়ান চেনার উপায় আর এস খতিয়ান কি খতিয়ান কি কিভাবে খতিয়ান চিনবেন খতিয়ান চেনার উপায় সি এস খতিয়ান কি

 লিং    https://land.gov.bd/


No comments

Theme images by Silberkorn. Powered by Blogger.
ad