জীবনের বাস্তব কিছু কথা
১"( নিজের জীবন নিয়ে কখনো হতাশ হবেন না "( কারণ )"কেউ হয়তো আপনার মতো একটা জীবন পাওয়ার আশায় সৃষ্টিকর্তার কাছে আবেদন জানায়
২।"( নিজেকেই কখনো অপদার্থ মনে করবেন না ( কারণ )
স্ষ্টিকর্তা কোন কিছু বিনা কারনে সৃষ্টি করেন না
৩// ( মানুষ জড় বস্তুকে মূল্যায়ন করে কেনার আগে ( আর।
মানুষ হয়েও মানুষকে মূল্যায়ন করে মৃত্যুর পরে
৪/( কেউ আপনার বিশ্বাস ভেংগে ফেললে তাকে হাজার বার ধন্যবাদ জানানো উচিৎ । কারণ ।তারা আপনাকে এটা শিখিয়ে দেয় যে কাউকে বিশ্বাস করলে খুব ভেবে চিন্তে ই বিশ্বাস করতে হয় ((২ বার))
5 ( কোন ভিখারি কে অপমান করো না বন্ধু।ভিখারি তোমাকে দোয়া দেয়ার জন্য তোমার কাছে আসে
৬/( পেছনে কথা বলা মানুষ গুলোর কথা শুনে নিজের কাজ বন্ধ করে দেবেন। না।কারণ ।আপনি যখন আপনার লক্ষে পৌঁছে যাবেন তখন তাদের কথা বলার শুরুটাও বদলে যাবে।
7/( সব সময় হাসিখুশি থাকা মানুষগুলো ।আর। বেশি কথা বলা মানুষগুলো যদি নিরব হয়ে যায় ।তাহলে বুঝে নেবেন ।তারা ভেতরে ভেতরে । অনেক বড় একটি আঘাত লুকিয়ে রাখার চেষ্টা করছে("হ্য")
তারা ভেতরে ভেতরে । অনেক বড় একটি আঘাত লুকানোর চেষ্টা করছে
কোন মন্তব্য নেই
Thanks for the comment