কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো?

 কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো এইটা নিয়ে সবাই কনফিউশনে থাকে। সেই কনফিউশনে পড়ে দিনের পর দিন মাসের পর মাস কাটিয়ে দেয়। আদতে কিছুই শুরু করাও হয়না। শিখাও হয় না।

যদিও এই প্রশ্নের সিঙ্গেল কোন উত্তর নাই। কার জন্য কোনটা খাটবে সেটা তার সিচুয়েশন এর উপরে নির্ভর করে। তারপরেও আমি সাধারণ কিছু জিনিস দিয়ে দিলাম।



প্রোগ্রামিং খায় পিন্দে না মাথায় দেয়

Anyone can Program

১ মাসের মধ্যে প্রোগ্রামিং শিখার নিষ্ঠুর প্ল্যান প্রোগ্রামিং শেখার ডিটেইল গাইডলাইন । Jhankar

Jhankar Mahbub
254K subscribers
SUBSCRIBE
দুইদিন চেষ্টা করলাম। আটকে গেলে হালকা একটু গুতাই গাতাই ছেড়ে দিলাম---তাদের জন্য প্রোগ্রামিং না। তাই কুত কুত করে প্রোগ্রামিং শিখার আশা ছেড়ে দিয়ে এক মাসের নিষ্ঠুর একটা প্ল্যান নিয়ে অনেক কিছু শিখে এগিয়ে যাও।



প্রোগ্রামার হওয়ার স্বপ্ন সবাই দেখে। কিন্তু পরিপূর্ন গাইডলাইন কোথাও পাওয়া যায় না। সেজন্যই এইখানে স্টেপ বই স্টেপ প্রোগ্রামার হওয়ার কমপ্লিট গাইডলাইন। এই গাইডলাইন ফলো করতে সময় লাগবে কিন্তু ফলো করতে পারলে তুমি পাকা প্রোগ্রামার হতে পারবে। আমার ফেইসবুক: https://www.facebook.com/JhankarMahbub ফেইসবুক পেজ: https://www.facebook.com/JhankarMahbu... আমার ওয়েবসাইট: jhankarmahbub.com

দুইদিন চেষ্টা করলাম। আটকে গেলে হালকা একটু গুতাই গাতাই ছেড়ে দিলাম---তাদের জন্য প্রোগ্রামিং না। তাই কুত কুত করে প্রোগ্রামিং শিখার আশা ছেড়ে দিয়ে এক মাসের নিষ্ঠুর একটা প্ল্যান নিয়ে অনেক কিছু শিখে এগিয়ে যাও। #learn #programming #guideline সো, তুমি যদি প্রোগ্রামিং শিখার এক মাসের সিরিয়াস রুটিন চাও। যেটা পরীক্ষার পরের বা সেমিস্টার গ্যাপের ১ মাসের মধ্যে ভাজা ভাজা করে ফেলতে পারবে তাদের জন্য এই প্ল্যান প্ল্যানের লিংক: https://medium.com/@jhankar.mahbub/le... মোবাইলের মধ্যেই পাইথনের কোডিং করে করে প্রাকটিস করতে চাইলে এই এপ: http://bit.ly/progHero আর জাভা, C সহ অন্য কোড রান করার জন্য: https://play.google.com/store/apps/de... প্রবলেম সলভিং এর জন্য প্রোগ্রামিং হিরো এপ এর হোম পেইজে স্ক্রল করে তারপর Problem Solving এ ক্লিক করো কিছু ইন্টারমেডিয়েট লেভেলের প্রজেক্ট আইডিয়া এইখানে: https://www.quora.com/What-are-some-g... . Now my Facebook: https://www.facebook.com/JhankarMahbub and My Instagram: https://instagram.com/jhankarmahbub/
কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো এইটা নিয়ে সবাই কনফিউশনে থাকে। সেই কনফিউশনে পড়ে দিনের পর দিন মাসের পর মাস কাটিয়ে দেয়। আদতে কিছুই শুরু করাও হয়না। শিখাও হয় না। যদিও এই প্রশ্নের সিঙ্গেল কোন উত্তর নাই। কার জন্য কোনটা খাটবে সেটা তার সিচুয়েশন এর উপরে নির্ভর করে। তারপরেও আমি সাধারণ কিছু জিনিস দিয়ে দিলাম। c book: http://cpbook.subeen.com/ Java: http://java.howtocode.com.bd/ python: https://python.howtocode.com.bd/ web development: https://www.freecodecamp.org/ আমার ওয়েবসাইট: http://www.jhankarmahbub.com/ আমার বেসিক প্রোগ্রামিং এর কোর্স: http://www.jhankarmahbub.com/hablu/in... আমার ফেইসবুক: https://www.facebook.com/JhankarMahbub আমার বই সমূহ: https://www.rokomari.com/book/author/...
















আজকে শিখবো : প্রোগ্রামিং কি, variable, variable types (number, string, boolean, date)

এইবার তুমি কথা বলতে চাও কিন্তু কার সাথে ইংরেজিতে কথা বলবে?

সেটার জন্যও একটা এপ আছে, English Speaking Practice। তোমাকে দুইজন মানুষের কথা শুনাবে। তুমি তারপর সিলেক্ট করতে পারবে যে তুমি এই দুইজনের কোন জন হয়ে কথা বলবে। তখন সে এক লাইন বলবে। তারপর তুমি কোন লাইন বলবে সেটা দেখিয়ে দিবে। তুমি দেখে দেখে বলার প্রাকটিস করবে। একই জিনিস চার-পাঁচবার প্রাকটিস করলে কথা বলার জড়তা অনেক কমে যাবে। 


এপ এর লিংক: English Speaking Practice




কোন মন্তব্য নেই

Thanks for the comment

Blogger দ্বারা পরিচালিত.
ad