কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো?
কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো এইটা নিয়ে সবাই কনফিউশনে থাকে। সেই কনফিউশনে পড়ে দিনের পর দিন মাসের পর মাস কাটিয়ে দেয়। আদতে কিছুই শুরু করাও হয়না। শিখাও হয় না।
যদিও এই প্রশ্নের সিঙ্গেল কোন উত্তর নাই। কার জন্য কোনটা খাটবে সেটা তার সিচুয়েশন এর উপরে নির্ভর করে। তারপরেও আমি সাধারণ কিছু জিনিস দিয়ে দিলাম।প্রোগ্রামিং খায় পিন্দে না মাথায় দেয়
Anyone can Program
১ মাসের মধ্যে প্রোগ্রামিং শিখার নিষ্ঠুর প্ল্যান প্রোগ্রামিং শেখার ডিটেইল গাইডলাইন । Jhankar
আজকে শিখবো : প্রোগ্রামিং কি, variable, variable types (number, string, boolean, date)
এইবার তুমি কথা বলতে চাও কিন্তু কার সাথে ইংরেজিতে কথা বলবে?
সেটার জন্যও একটা এপ আছে, English Speaking Practice। তোমাকে দুইজন মানুষের কথা শুনাবে। তুমি তারপর সিলেক্ট করতে পারবে যে তুমি এই দুইজনের কোন জন হয়ে কথা বলবে। তখন সে এক লাইন বলবে। তারপর তুমি কোন লাইন বলবে সেটা দেখিয়ে দিবে। তুমি দেখে দেখে বলার প্রাকটিস করবে। একই জিনিস চার-পাঁচবার প্রাকটিস করলে কথা বলার জড়তা অনেক কমে যাবে।
এপ এর লিংক: English Speaking Practice
কোন মন্তব্য নেই
Thanks for the comment